মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।
খাবীরুল ইসলাম জানান, দেলোয়ার হোসাইন সাঈদী চিহ্নিত যুদ্ধাপরাধী। অথচ ওই নেতাকর্মীরা ফেসবুকে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন। যা জেলা ছাত্রলীগের নজরে এসেছে। এটি ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী। তাই সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো. আব্দুল কাইয়ুম, মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌরসভার ১নং ওয়ার্ড শাখার ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।
মো. নাসিম উদ্দিন/এএইচ/জেআইএম