মেহেরপুর সদর উপজেলার বুড়ীপোতা সীমান্ত থেকে গরু মোটাতাজাকরণের ৫০ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বুড়ীপোতা বিজিবি। রোববার দিবাগত রাতে আরমিন্ট নামের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।বুড়ীপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল হক জানান, ১১৬/৬ এস এ বুড়ীপোতা সীমান্তের মেইন পিলার দিয়ে গরু মোটাতাজাকরণের ভারতীয় ট্যাবলেট পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের আরমিন্ট নামের ৫০ হাজার পিস মোটাতাজাকরণের ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।আতিকুর রহমান টিটু/এসএস/এবিএস