প্রবাস

কুয়েত যাওয়ার ছয়দিনের মাথায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ভাগ্য বদলে কুয়েতে গিয়ে ছয়দিনের মাথায় মৃত্যুবরণ করলেন জাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক। স্ট্রোক করার পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়।

জাইদুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরেরগাঁও গ্রামে।

কুয়েতে থাকা মৃতের নিকটাত্মীয় জাবের হোসাইন বলেন, জাইদুল বুধবার অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, মাত্র ছয়দিন আগে জাইদুল কুয়েতে আসেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

এমআরআর