দেশজুড়ে

তথ্য সংগ্রহে গিয়ে নিখোঁজের মরদেহ পেলেন সাংবাদিকরা

দীর্ঘ ২১ ঘণ্টা পর জামালপুরের মেলান্দহের রৌমারি বিলে ভেসে উঠলো সোহার্দ্য (১৬) নামে সদ্য এসএসসি পাশ করা এক শিক্ষার্থীর মরদেহ। শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে নিখোঁজের মরদেহ ভাসতে দেখেন সাংবাদিকরা। এর আগে ওই বিলে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী।

নিহত সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পর্যটন এলাকা হিসেবে পরিচিতি রৌমারি বিল ছয়মাস পানিতে থৈ থৈ করে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসেন এখানে। শুক্রবার বিকেল ৫টায় সৌহার্দ্য এই বিলে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে এসে বিলের পানিতে গোসল করতে নামে। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন মুঠোফোনে জাগো নিউজকে বলেন, দুপুর ২টার দিকে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিম উদ্দিন/এফএ/এমএস