মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বহিষ্কার হলেন বরিশালের উজিরপুর উপজেলার চার ছাত্রলীগ নেতা। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে এক জরুরি সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কাররা হলেন- বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু হাওলাদার, গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং জেলা ছাত্রলীগের কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কি কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস, রূপসায় দুই যুবলীগ নেতা বহিষ্কার
বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত বলেন, ১৪ আগস্ট বিএনপি-জামায়াতের নেতারা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারোপ করে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালায়। আমি সত্য ঘটনা জেনে ফেসবুকে নিজের আইডি থেকেই সাঈদীর মৃত্যু হার্ট-অ্যাটাকে হয়েছে এ নিয়ে একটা পোস্ট করেছিলাম। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের নেতাদের কাছে ও দলের নেতাদের কাছে ক্ষমা চেয়েছি। তারপরও দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমাকে বহিষ্কার করেছে। আমার পরিবারের সবাই আওয়ামী লীগের নিবেদিতকর্মী। যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের কর্মী হয়ে থাকবো।
উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
শাওন খান/জেএস/জেআইএম