আগামী ২২ মার্চ নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তন্মধ্যে ৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন এমন তথ্য জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বেলতৈল বাজার এবং কালাকুমা এলাকায় নৌকা সমর্থকদের পৃথক হামলার ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আ.লীগের বিদ্রোহী খোরশেদ আলম খোকার সমর্থক রজব আলী (২৬), সেলিম মিয়া (৩৫), এমাজ উদ্দিন (২৮) মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৬৮) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কিন্তু চোখে গুরুতর জখম হওয়ায় আহত রজব আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলতৈল বাজারের ঘটনায় সুরুজ আলী এবং কালাকুমায় ঘটনায় আহত আব্দুল লতিফ বাদী হয়ে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন বলে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি ফসিহুর রহমান জানিয়েছেন।প্রথম দফার ইউপি নির্বাচন উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিজিবির ২৭ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল হাফিজুল ইসলাম খাঁন বীর প্রতিক, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, র্যাব-১৪ কমান্ডিং অফিসার, নালিতাবাড়ীর ইউএনও আবু সাঈদ মোল্লা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সভা শেষে জেলা প্রশাসক জানান, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। নির্বাচন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়াশি জানান, নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি কেন্দ্রর মধ্যে ৯১টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ এবং ২০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে গণ্য করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি, ৬৪৮ জন পুলিশ, ১ হাজার ৮৮৭ জন আনসার, ২৬ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দুুপুরে ১২ ইউনিয়নের জন্য ৫৫৯টি স্বচ্ছ ব্যালট বাক্স এবং চেয়ারম্যানসহ ৩ পদের জন্য ১ লাখ ৭১ হাজার ব্যালট পেপার সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে।হাকিম বাবুল/এমএএস/আরআইপি