দেশজুড়ে

ছাতা মাথায় ক্লাস: সেই স্কুল ভবনের মেরামত চলছে

ফেনীর পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলে বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে শ্রেণি কার্যক্রম চলা সেই ভবনটির মেরামত কাজ চলছে। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ায় শ্রেণি কক্ষে ছাতা মাথায় দিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নজরে আসায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরশুরামের সেই ভবনটির বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা সংশ্লিষ্টদের নজরে আসে। একপর্যায়ে ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা পরিদর্শনে যান। এরপর তিনি দ্রুত এর সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শিক্ষা অধিদপ্তর টিনসেডের সে ভবনটিতে নতুন টিন লাগানো সহ মেরামত কাজ শুরু করেছে।

আরও পড়ুন: ছাতা মাথায় ক্লাস: সেই স্কুল পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পরশুরাম পাইলট হাই স্কুলের অনন্য ভবনের রং করাসহ মেরামত কাজের জন্য ১০ লাখ টাকার বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়াও নতুন একটি ভবনও বরাদ্ধ দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত ছিদ্দিকা স্কুলে উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন।

পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী জানান, শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় জরাজীর্ণ টিনশেড ভবনের দরজা, জানালা ভেঙ্গে নতুন লাগানো ও ফ্লোর পাকা হচ্ছে। এছাড়া ওপরে নতুন টিন লাগানো হচ্ছে। দ্রুতই শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম