দেশজুড়ে

মেজর পরিচয়ে একাধিক বিয়ে, অবশেষে ধরা

বগুড়ার নন্দীগ্রামে মেজর পরিচয় দিয়ে বিয়ে করা রেজা ওরফে আপন (৪৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) রাতে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২১ আগস্ট) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রেজা ওরফে আপন সিরাজগঞ্জ সদরের ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুয়া মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম কলেজপাড়ায় বিয়ে করে এক তরুণীকে। এরপরে বিভিন্ন সময় শ্বশুরবাড়ি বেড়াতে আসে মেজর পরিচয়কারী রেজা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রোববার রাতে কলেজপাড়া শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রাম জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

এঘটনায় ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে বিয়ে করা অপরাধে নন্দীগ্রাম থানায় শাশুড়ি বাদী হয়ে মামলা করেছেন। এই রকম ভুয়া পরিচয় দিয়ে রেজা ওরফে আপন একাধিক বিয়ে করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভুয়া মেজর পরিচয় দিয়ে আসামি বিভিন্ন অপরাধ করে আসছিল। এখানেও মেজর পরিচয় দিয়ে বিয়ে করেছে। একেক স্থানে একেক নাম ব্যবহার করেন তিনি। যার কারণে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

জেএস/এএসএম