বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ সার্বিক কল্যাণের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল। প্রকৃত সাংবাদিকদের পরিচয় উদ্ভাবন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাংবাদিকদের ডাটাবেজ তৈরি চলমান।
তিনি আরও বলেন, প্রেস কাউন্সিল সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করবে এবং এ পরিচয়পত্রই হবে সাংবাদিকদের একমাত্র পরিচয়পত্র। যে পরিচয়পত্র দেখে সব সেক্টর নিশ্চিত হবে যে এ পরিচয়পত্র বহনকারী একজন প্রকৃত সাংবাদিক। পত্রিকা অফিস যে পরিচয়পত্র প্রদান করবে তা হবে তাদের অফিসিয়াল পরিচয়পত্র।
সোমবার (২১ আগস্ট) সকালে দিনাজপুরে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে তা এখন পর্যন্ত যারা ন্যূনতম পাঁচ বছর কিংবা তার অধিক সময় ধরে সাংবাদিকতা করছেন তাদের ক্ষেত্রে নয়। তবে নতুন করে যারা সাংবাদিকতায় আসছেন বা আসবেন তাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে।’
তিনি বলেন, ‘প্রেস কাউন্সিলকে আরও আধুনিক করতে সবধরনের সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয়। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে প্রকৃত সাংবাদিকরা সুফল পাবেন এবং আমরা সফল হবো।’
চেয়ারম্যান আরও বলেন, ‘সম্পাদকরা ডাটাবেজ তৈরির জন্য প্রেস কাউন্সিলে সাংবাদিকদের নাম পাঠাতে চান না। কারণ নাম পাঠালে বেতন দিতে হবে। ঢাকার তিন-চারটি পত্রিকা ছাড়া কেউ ওয়েজ বোর্ড মানে না।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রোস্তম আলী।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস