কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নদীতে মিললো নিখোঁজ অটোচালকের পা কাটা মরদেহ
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এসকে রাসেল/জেএস/জিকেএস