দেশজুড়ে

গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল নারীর

লালমনিরহাটে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বানু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। বানু বেগম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগরে ছেংছেংগা পানি গ্রামে একরামুল ইসলামের স্ত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, সোমরার রাত ৮টায় দিকে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বানু বেগম আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সেচ পাম্পের তারে জড়িয়ে যুবকের মৃত্যু এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, অসাবধানতাবসত বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে তার দাফন করা হবে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মো:রবিউল হাসান/জেএস/জিকেএস