শ্রীলংকা যে এখন পুরোপুরি নখদন্তহীন একটি সিংহ, সেটা আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। আফগানিস্তানের মত দল পেয়ে হয়তো প্রথম ম্যাচে জিততে পেরেছে। তবে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েই লংকানরা টের পাচ্ছে, তাদের অবস্থান আসলে কোথায়।টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আমন্ত্রণ জানিয়েছে শ্রীলংকাকে। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে দিলশান আর চান্ডিমাল যেভাবে শুরু করেছিলেন, তাতে লংকানরা আশাবাদী হতেই পারতো। কিন্তু দিলশান কার্লোস ব্রাফেটের বলে এলবিডব্লিউ হয়ে গেলেই বিপদ শুরু লংকানদের। এরপর রানআউট হয়ে গেলেন চান্ডিমালও। ৩২ রানে ২ উইকেট পড়ার পর একে একে ফিরে যান থিরিমান্নে, কাপুগেদারা এবং সিরিবর্ধনেও। এ রিপোর্ট লেখার সময় শ্রীলংকার রান ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৫। উইকেটে ১৬ রান নিয়ে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং ৯ রান নিয়ে রয়েছেন থিসারা পেরেরা।আইএইচএস/পিআর