দেশজুড়ে

অসামাজিক কার্যকলাপে আটক ফেনীর ১৫ পুরুষ কারাগারে, ৬ নারী মুক্ত

ফেনীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৫ পুরুষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ৬ নারীকে মুক্তি দেওয়া হয়েছে থানা থেকে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় ফেনী মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ১৫ জন পুরুষের বিরুদ্ধে মানবপাচারের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৬ নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে ৬ নারী ও ১৫ পুরুষকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৬ নারীসহ আটক ২১

জানা গেছে, মাদারীপুর জেলার বাসিন্দা মো. মাতব্বর আলী এফ রহমান এসি মার্কেট সংলগ্ন ভাড়া বাসায় দেশের বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষ এনে বাসায় অসামাজিক কর্মকাণ্ড চালাতেন। সমাজের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতার কারণে ভয়ে কেউ কিছু বলতেন না। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এসব অসামাজিক কর্মকাণ্ডকে এক মুহূর্তের জন্যও বরদাশত করা হবে না। যেখানেই খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর