দেশজুড়ে

পূর্বাচলের নির্জন এলাকায় মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নির্জন এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুনের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের রাস্তার পাশে নির্জন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বাড়ি ফেনী জেলায়। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণখানের কাউলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

আব্দুল্লাহ আল মামুনের শ্বশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান, মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন মামুন। দুপুর ১২টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় তিনি (শ্বশুর) দক্ষিণখান থানায় একটি জিডি করেন। এরপর মোবাইল ট্র্যাকিংয়ে পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই মরদেহটিই আব্দুল্লাহ আল মামুনের বলে শনাক্ত করেন তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যতটা জেনেছি তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এফএ/এমএস