রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে যান।
আরও পড়ুন: জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: ফখরুল
এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানিয়েছে হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র। এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে: ডা. জাহিদ
মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
কেএইচ/এসএএইচ