কুড়িগ্রামে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আব্দুল মালেক (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মো. আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
স্থানীয়রা জানান, মো. আব্দুল মালেক মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পরে বড়বাড়ি বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম