জাতীয়

‘বাকিতে চা না দেওয়ায়’ দোকানিকে খুন

নারায়ণগঞ্জের বেপারিপাড়া এলাকায় বাকিতে চা না দেওয়ায় মো. মোশারফ হোসেন (৪৫) নামের এক চা বিক্রেতাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

দোকানদান মোশারফ হোসেনের ছেলে দ্বীন ইসলাম বলেন, আমার বাবার নারায়ণগঞ্জের সদরের বেপারিপাড়া এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। সকাল ১০টার দিকে কাউসার নামের এক বখাটে যুবক বাবার দোকানে এসে চা চান। এতে বাবা বলেন, তুমি মাঝে মাঝে এসে চা খাও, পয়সা দাও না, আজ তোমাকে চা দেবো না। এতে ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে কিল-ঘুসি দিয়ে গুরুতর আহত করেন তিনি।’

পরে গুরুতর আহত অবস্থায় বাবাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার কাজীরা গ্রামে। তারা নারায়ণগঞ্জের বেপারিপাড়া সদর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস