দেশজুড়ে

২৩ দিন পর বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি শুরু

২৩ দিন পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ভারত থেকে আমদানি করা পাথরের ৯টি ট্রাক বন্দরে প্রবেশ করে।

স্থলবন্দর সূত্র জানায়, বন্দরের শুল্ক বিভাগ ভারত থেকে আমদানি করা পাথরের ধার্যকৃত মূল্য (অ্যাসেসমেন্ট ভ্যালু) টন প্রতি ভারতীয় পাথর ১২ ডলার থেকে ১৩ ডলার এবং ভুটানের পাথরে (ভাঙা) ২১ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়।

আরও পড়ুন: এক মাস পর বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি শুরু

এর প্রতিবাদে গত ১ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা। এতে বন্দরের ১০ হাজারের বেশি পাথর শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। তবে শুল্ক বিভাগের সিদ্ধান্ত মেনে অবশেষে বৃহস্পতিবার থেকে আবারও ভারত থেকে পাথর আমদানি করতে শুরু করেন তারা।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, ২৩ দিন ভারত ও ভুটান পাথর আসা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে স্থলবন্দরটি। বৃহস্পতিবার থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। এতে আবারও কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম