দিনাজপুরে আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী ও নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের জেলা সভাপতি মো. জাফর আলীর বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঢাকায়। শুক্রবার (২৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্যরা।
এতে বলা হয়, গত ২২ আগস্ট সকালে দিনাজপুরে আওয়ামী লীগ সহ-সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলে মো. রুস্তম আলীর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। মো. রুস্তম আলী বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন। সন্ত্রাসীরা বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বাসায় প্রবেশ করে এবং জিনিসপত্র লুট করে। এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনার জেরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির নেতারা অংশ নেয়। টিমুনি খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সভাপতি মো. জাফর আলী, রংপুর জেলার মো. আনিছুর রহমান, কুষ্টিয়া জেলার মো. মুন্নাফ হোসেন, সিরাজগঞ্জ জেলার মো. আব্দুল আলীম, নেত্রকোনা জেলার মো. সাদ্দাম হোসেন সাদমানসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা প্রথমে একত্রিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাসার বাইরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরে যেতে বলে। তারপর সন্ত্রাসীরা বাসার সিসি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা মালামাল লুট করে। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সকাল সাড়ে ৮টার দিকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মো. জাফর আলীর ভাই মো. রুস্তম আলী দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে ভর্তি আছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আরএসএম/এসএনআর/এমএস