খেলাধুলা

সেমিফাইনালের ভেন্যু পরিবর্তন চায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা চলছে। ইতিমধ্যেই শেষ হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই নির্ধারিত হয় খেলার মাঠ। যদিও পাকিস্তান দলের নিরাপত্তার কথা মাথায় রেখে একদফা ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয় আয়োজকরা। তবে এবার ৩০ মার্চ অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের অন্যতম প্রাচীন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের পরিবর্তে ভিন্ন কোন ভেন্যু চাইছে আইসিসি। সীমিত আসন ও স্টেডিয়ামের অবকাঠামোগত পরিবর্তন নিয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভেন্যু পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।জানা গেছে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৬০টি অবকাঠামোগত পরিবর্তন করতে দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এজন্য বেঁধে দেয়া ২০ দিনের সময়সীমা অতিক্রম হয়ে গেলেও ওইসব পরিবর্তন এখনো করা হয়নি। তবে দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তারা দাবি করছেন যে তারা আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারির মধ্যেই স্টেডিয়ামটির প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেছেন। দিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রকৌশল বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের তত্ত্বাবধানে জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এসব সংস্কার সম্পন্ন করেছে।ফলে এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ওই ভেন্যুতে খেলাটি সম্পন্ন করার কোন বাড়তি চাপ নিতে চাইছে না আইসিসি। এছাড়াও পৃষ্ঠপোষকরাও এ মাঠে সেমিফাইনাল ম্যাচের বিষয়ে আপত্তি তুলেছেন।উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনের পর ভারতের দ্বিতীয় প্রাচীন স্টেডিয়াম হচ্ছে ফিরোজ শাহ কোটলা। এই স্টেডিয়ামটির সাথে ভারতের অনেক তারকা ক্রিকেটারের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। আরএ/এমআর/এমএস