কুমিল্লায় ৪ বস্তা থেকে ৩ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী চড়ানল গ্রাম থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মুজিবুর রহমান ও র্যাব-১১ এর ডিএডি আহমেদ কবিরের নেতৃত্বে রোববার রাত ১১টার দিকে চড়ানল গ্রামের বাসেত চৌধুরীর (৪৫) ঘরে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি ৪টি চটের বস্তা উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান, ৪টি চটের বস্তা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ব্যাপারে বাসেত চৌধুরীর বিরুদ্ধে সোমবার বেলা সাড়ে ১১ টায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে।কামাল উদ্দিন/এসএস/পিআর