জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, শহরে বা গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় দলিতরা থাকতে বাধ্য হন। তাদেরকে ঘৃণার চোখে দেখা হয়। মেথরপট্রি, সুপার কলোনি, মুচি পাড়া ইত্যাদি নামে তাদের আবাসনের নামকরণ করা হয়।তারা বলেন, সমাজের একটি শ্রেণিকে কিছুতেই সামাজিক কাঠামোতে যুক্ত করা যাবে না অথচ তাদের না হলেও সমাজ চলে না, এ ধরনের পরস্পর বিরোধী মনোভাব সমাজে বিদ্যনান। প্রাচীনকাল থেকেই মানুষের তৈরি সবচেয়ে বিপর্যয়কর, ঘৃণ্য এবং অনৈতিক এই অবকাঠামোর ফলে ওই সব অবহেলিত সমাজের বিচ্ছিন্ন জনগোষ্ঠী এই সভ্য ও বিজ্ঞানমনস্ক সমাজে ক্ষুধা,দারিদ্র,হতাশা,বঞ্চনা আর ঘৃণায় জর্জরিত।আন্তর্জাতিক বর্ণ বিলোপ দিবস ২০১৬ উপলক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং সার্বিক সহযোগিতায় ছিলো নাগরিক উদ্যােগ নামাক সংগঠন।এএস/এসকেডি/পিআর