দেশজুড়ে

কলারোয়া সীমান্তে সোনার বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ছয়টি সোনার বারসহ মো. ফারুক হোসেন (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ফারুক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদরদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতে সোনা পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কাকডাঙ্গা বিওপির আওতাধীন বটতলা পাকারাস্তা দিয়ে ভ্যানযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে মো. ফারুক হোসেন আটক করা হয়। পরে আটক ভ্যানগাড়িটি তল্লাশি করে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

আটক ফারুককে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।আহসানুর রহমান রাজীব/এমএএইচ/