নোয়াখালী সদরের মাইজদীতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে হাসপাতাল রোডের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, ডায়াগনস্টিক সেন্টারটিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে পরীক্ষা করে রোগীদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, ডেঙ্গু রোগীদের পথ্য হিসেবে ডাবের চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন। ভোক্তা অধিকারের অভিযানের খবর শুনে হাসপাতাল রোডে ১৪০ টাকার ডাব হঠাৎ ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
অভিযানে সঙ্গে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী। এসময় আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিল।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস