যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপারের সময় ১৭ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।সোমবার সকালে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে ১০ জন ও দৌলতপুর গ্রাম থেকে ৭ জনকে আটক হয়। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আটককৃতরা কক্সবাজার, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিজিবির পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার তোফায়েল ও দৌলতপুর ক্যাম্পের সুবেদার সামসুল হক জানান, সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পায় একদল নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছেন। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ১৭ বাংলাদেশিকে আটক করে। এ সময় দালালরা কৌশলে পালিয়ে যান। আটককৃত নারী-পুরুষরা চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন এবং কয়েকজন ভারত থেকে দালালের মাধ্যমে দেশে ফিরছিলেন বলে জানা গেছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।জামাল হোসেন/এফএ/পিআর