দেশজুড়ে

সোনারগাঁয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এ আদেশ দেন।

আরও পড়ুন: খানসামায় ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, দুপুরে উপজেলার মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোশারফ হোসেন সিজান উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম