দেশজুড়ে

বান্দরবানে সাংবাদিককে হত্যার হুমকি

বান্দরবান জেলার সাংবাদিক এস বাসু দাশকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের এক নেতা । সোমবার সকাল নয়টার দিকে মোবাইল ফোনে এ হত্যার হুমকি দেন ছাত্রলীগ নেতা ।সময় টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের বান্দরবান প্রতিনিধি এস বাসু দাশ জানান, সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম এ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজীব উল্লাহ মোবাইল ফোনে অশ্লীল ভাষায়গালি দিয়ে তাকে জবাই করে হত্যার হুমকি দেন।তিনি জানান, সকাল নয়টায় ০১৮২৭০৪৮৮০২ এ নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পরে বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের অবহিত করলে তারা এ নম্বরটি ছাত্রলীগ নেতা নজীব উল্লাহর বলে জানান। এ ঘটনায় বান্দরবান সদর থানায় একটিসাধারণ ডায়েরী করা হয়েছে (জিডি নং-১১০৪)।সাংবাদিক এস বাসু দাশ আরও বলেন, ফেসবুক কমেন্টের স্ন্যাপ সর্ট, রেকর্ডকৃত মোবাইল উপাত্ত ও অশ্লীল ভাষায় প্রেরণ করা এসএমএস থানায় প্রদর্শন করা হয়েছে। রোববার রাতে এক ছাত্রলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করায় সোমবার সকালে তাকে হত্যার হুমকি দেয়া হয়।রেকর্ডকৃত এ উপাত্ত অনুযায়ী ছাত্রলীগ নেতা নজীব উল্লাহ এ সময় এস বাসু দাশকে বলেন, “বাসু তোর সমস্যা কি। আমি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজীব। তুই কোথায় থাকিস বল? তোকে জবাই করে হত্যা করব এবং কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাধ্যমে মামলা করবো”। এদিকে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নজীব উল্লাহকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো কথা না বলে তিনি ফোন কেটে দেন। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এ ব্যাপারে বলেন, ঘটনাটির জন্য দু:খ প্রকাশ করছি, তার বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, নজীব উল্লাহ মিয়ানমারের রোহিঙ্গা পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত থাকায় এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে ইয়াবা ব্যবসাসহ স্থানীয় রোহিঙ্গা জঙ্গীদের সাথে মিশে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন।বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । সৈকত দাশ/এফএ/এবিএস