দেশজুড়ে

গুম প্রতিরোধ দিবসে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ

রাজবাড়ীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করেছে জেলা বিএনপির একাংশ। বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌন ১টার দিকে দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয় থেকে মুখে কালো কাপড় বেধে ও কালো পতাকা নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

‘গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না’ এই স্লোগানে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কের ১ ও ২ নম্বর রেলগেইট এলাকা প্রদক্ষিণ করে আজাদী ময়দানের আম্রকানন চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার পর শেষ হয়।

আরও পড়ুন: সাড়ে ৪ বছরেও শেষ হয়নি ২৫০ শয্যার ভবন নির্মাণ, ব্যাহত সেবা

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/জেএস/এমএস