দেশজুড়ে

পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুকুরে গোসলে নেমে মাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাহা উপজেলার পশ্চিম পাগলার চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের সৌদি প্রবাসী আফিজুর রহমানের মেয়ে।

আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মাঠের একটি পুকুরে গোসল করতে নামে মাহাসহ তার বন্ধুরা। গোসলের একপর্যায়ে মাহা পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা মাহাকে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা খুঁজাখুঁজি করে পানির নিচ থেকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. আফরিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস