দেশজুড়ে

ফরিদপুরে তেলের পাম্পে আগুন

ফরিদপুর শহরে একটি তেলের পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

আগুনে একটি প্রাইভেটকার, তেলবাহী একটি ট্রাক ৪ হাজার লিটার অকটেন ও ২ হাজার লিটার ডিজেল পুড়ে যায়। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে শহরে প্রগতি ফিলিং স্টেশনে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রগতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দ হয়। পরে ফিলিং স্টেশনের তেলের ডিপোর সামনে আগুন জ্বলে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রগতি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম ফরহাদ বলেন, বিকেলে তেলবাহী ট্রাক আসলে নিয়ম মেনে আনলোড শুরু করা হয়। হঠাৎ তেলের পাইপে আগুন ধরে যায়। তাৎক্ষণিক তেলের ডিপোর লাইন বন্ধ করি এবং অগ্নিনির্বাপক ফোম ব্যবহার করি। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে তেলবাহী ট্রাক ও একটি প্রাইভেটকার, ৪ হাজার লিটার অকটেন ও ২ হাজার লিটার ডিজেল পুড়ে ও নষ্ট হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। কী কারনে আগুনে লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও পরে বলা সম্ভব হবে।

এন কে বি নয়ন/এমআইএইচএস