দেশজুড়ে

চাঁদপুরে ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাভলু নামের (৩৫) এক যুবককে ৩২ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাভলু হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের হাজী বাড়ির প্রয়াত আবদুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওসি আবদুর রশিদ জানান, বুধবার লাভলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, লাবলু ৩২ বছর ধরে গার্মেন্টস শ্রমিকদের রান্না করে খাবার বিতরণ করার কাজ করতেন। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়।

মামলার বিবরণী তুলে ধরে ওসি জানান, ১৯৯১সালে বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের জহির পাটওয়ারীকে রাজারগাঁও এলাকার বিলের মাঝখানে নিয়ে যায়। সেখানে এলাকার একাধিক ব্যাক্তি মিলে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ৬ জন আসামির যাবজ্জীবন সাজা হয়। উচ্চ আদালতের মাধ্যমে ৩ জন খালাস পান। এর মধ্যে ২ জন মারা যান। আর লাভলু ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যান। ৩২ বছর ধরে পলাতক ছিলেন এ লাভলু। এ মামলায় সাজাপ্রাপ্ত আরও দুজন পলাতক রয়েছেন।

এমআইএইচএস