দেশজুড়ে

বগুড়ায় বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সুজাবাদ পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷

এসময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিম আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বছর দুয়েক আগে নার্গিসের ছোট বোন শারমিনের সঙ্গে গাইবান্ধার সাঘাটার আনারুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক নানা কলহ নিয়ে প্রায় সাত মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

এরপর থেকে শারমিন বড় বোন নার্গিসের বাড়িতেই থাকতেন। বুধবার রাতে আনারুল সেখানে গিয়ে তার সাবেক স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে নার্গিস তাতে বাধা দেন। এ নিয়ে ঝগড়া শুরু হলে আনারুল নার্গিস ও তার স্বামী রেজাউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে আনলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।

ওসি শহিদুল ইসলাম আরও বলেন, আনারুল পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এমআইএইচএস