দেশজুড়ে

মানবপাচার মামলায় একজনের ৭ বছরের জেল

মানবপাচার মামলায় রবিউল আউয়াল (৪০) নামে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল আউয়াল ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তাসান গ্রামের মৃত্যু আবদুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিল।

আরও পড়ুন: প্রবাসীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ আদায়

মামলা সূত্রে জানা যায়, বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ জ্ঞান পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে দুলাল মিয়া বাদী হয়ে পাথরঘাটা থানায় ২০০৮ সালের ২৮ জুন রবিউল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ছেলে মো. আল আমিন (বাকপ্রতিবন্ধী) ২০০৮ সালের ২০ জুন তার নানা বাড়ি হোগলাপাশা থেকে মুন্সীর হাটে যায়। বিকেল ৫ টায় আসামি রবিউল আউয়াল বাদীর ছেলেকে দেখে আদর করে খাবারের প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যায়। এসময় কালিবাড়ী সাকিনের চৌরাস্তায় পাকা রাস্তার ওপর আসামিকে স্থানীয় লোকজন সন্দেহ করে আটক করে পুলিশের হাতে দেয়। পাথরঘাটা থানার এস.আই মো. মাহবুব আলম তদন্ত শেষে ওই বছর ২৪ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

বাদী বলেন, আসামি একজন পেশাদার পাচারকারী। আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে কোথাও পাচার করতে চেয়েছিল। এ রায়ে আমরা খুশি।

আসামি পক্ষের আইনজীবী রনজু আরা শিপু বলেন, আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

জেএস/এএসএম