সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। তালিয়ে গেছে ফসলি জমি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বলেন, যমুনা নদীর পানি সকালে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাই পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: যমুনার পানিতে বন্দী লক্ষাধিক মানুষ
তিনি জানান, গত কয়েকদিন থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এটি আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জানান, পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলার ২০৩ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। যার মধ্যে রোপা আমন ১৫৫ হেক্টর, সবজি ১৫ হেক্টর, আউশ ১২ হেক্টর, বীজতলা ৮ হেক্টর, কলা ৩ হেক্টর ও আখ ১০ হেক্টর।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের বন্যার আশঙ্কা না করলেও নদীতে পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী সিরাজগঞ্জের সদর উপজেলা, কাজিপুর উপজেলা, চৌহালি উপজেলা, বেলকুচি উপজেলা ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।
এম এ মালেক/আরএইচ/জেআইএম