খেলাধুলা

তাসকিন-সানিকে ফেরানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির নিষেধাজ্ঞার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে টাইগার ভক্তরা। এদিন বিক্ষোভকারীরা তাসকিন-সানির নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে মাশরাফিদের দেশে ফেরার দিন সংর্বধনা দেয়ারও ঘোষণা দেন তারা।সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি এ বিক্ষোভের আয়োজন করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে সমাবেশ শুরু হয়। বিশাল একটি জাতীয় পতাকা হাতে নিয়ে লাল সবুজের রঙে সেজে প্রতিবাদী স্লোগান দেন ক্রিকেটপ্রেমীরা। এ সময় তারা প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করছিলেন।সমাবেশে বক্তব্যে রাখেন; বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটির সাধারণ সম্পাদক সঞ্জীবন সুদীপ। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের নীলনকশা চলছে। একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে একবার বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েছিল। এরপর যখন ২০১৫ সালে আম্পায়ারিং কেলেঙ্কারির মাধ্যমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দেয়া হয়। আমরা তখনো তার প্রতিবাদ করেছি।’তিনি আরো বলেন, এবারও যখন তাসকিন ও সানিকে নিষিদ্ধ করে নতুন এক ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা তারও প্রতিবাদ করছি। সঞ্জীবন সুদীপ আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি এর আগেরদিন তাৎক্ষণিক প্রতিবাদ করে বিসিবির কাছে আইনি লড়াই করার দাবি জানিয়েছিল। আমরা জানতে পেরেছি, বিসিবি সভাপতি আইনি লড়াই করার ঘোষণা দিয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু যতদিন ষড়যন্ত্র অব্যাহত থাকবে, আমাদের প্রতিবাদও ততদিন অব্যাহত থাকবে।বিমান বন্দরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফুলেল অভ্যর্থনা দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘মাশরাফি বলেছেন, আমরা যেনো তাদের পাশে থাকি। আমরা নিশ্চিত করছি, ভয় নেই মাশরাফি সারা বাংলাদেশ তোমাদের সাথেই আছে। আমরা যে মাশরাফিদের সাথে আছি তার প্রমাণ আমরা দেব। আমরা ঘোষণা করছি, যে দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে আসবে তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানাতে বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি বিমানবন্দরে উপস্থিত থাকবে। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমীদের ঐ দিন বিমান বন্দরে উপস্থিত থেকে আমাদের টাইগারদের অভ্যররথনা জানানোর আহ্বান জানাচ্ছি’।সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটির সদস্যরা। মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়।এর আগের দিনও তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আইসিসির কুশপুত্তলিকা দাহ করেছিল বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি। এমএইচ/এসএইচএস/আরআইপি