দেশজুড়ে

বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ৩০০ হাফেজের কোরআন খতম

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে ৩০০ জন হাফেজ পবিত্র কোরআন খতম দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন এতিমখানা চত্বরে কোরআন শরিফ খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এমপি রমেশ চন্দ্র সেন বলেন, ‘১৯৭৫ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিছুদিনের জন্য তারা সফল হলেও তা ধরে রাখতে পারেনি। তারা সত্যকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।’

প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহর দয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সফলতা এনে দিয়েছেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি, সহ-সভাপতি হাসিবুল ইসলাম হাসিব, আব্দুর রহমান, সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশনের সুপারিনটেনডেন্ট নূরে আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ও ৩০০ হাফেজদের নিয়ে বিশেষ মোনাজাত করেন মিশনের সুপারিনটেনডেন্ট নূরে আলম। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

এর আগে সালন্দর সিদ্দিকিয়া বিশ্ব মিশনের ৩০০ হাফেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন শরিফ খতম দেন।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম