দেশজুড়ে

ভাঙ্গায় বিএনপিসহ তিন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ মিয়াসহ আরও দুই মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। গত রোববার এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৪ হাজার ৬৬২ ভোটের মধ্যে ১৯ হাজার ৯৯৭ ভোটার তাদের মনোনীত ব্যক্তিদের ভোট প্রদান করেন। ভোটারদের প্রাপ্ত ভোটের হিসেবে দেখা যায় বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কায় পেয়েছেন মাত্র ৭৯৭ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আছাদুজ্জামান আছাদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৮৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীকে মাত্র ৭১১ ভোট পেয়েছেন সৈয়দ আবুল ফজল প্রিন্স। নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপিসহ বাকি তিনজন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচনের বিধি অনুযায়ী ভোটারদের দেওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে মেয়র প্রার্থীদের জামানতের ১৫ হাজার টাকা তারা ফেরত পাবেন না।এই পৌর নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয় ছিল ওই অঞ্চলের দুই হ্যাভিওয়েট সমর্থকের মধ্যে মর্যাদার লড়াই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা (নৌকা প্রতীকে) ১০ হাজার ৩০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপর দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী আবু জাফর মুন্সী (জগ প্রতীকে) ৭ হাজার ২২৫ ভোট পেয়েছেন।এস.এম. তরুন/এমএএস/আরআইপি