খেলাধুলা

আবারো সেই ইয়ান গোল্ড-আলিম দার!

নিখুঁত আম্পায়ারিংয়ের কারণে হয়ত সুনাম কুড়াতে পারেন ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড এবং পাকিস্তানের আলিম দার; কিন্তু বাংলাদেশিদের মনে এখনো ক্ষত তৈরী করে রেখেছেন এই দুই বর্ষীয়ান আম্পায়ার। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচে প্রধান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ’দুজন। ইয়ান গোল্ডের একটি বিতর্কিত ‘নো বল’ সিদ্ধান্তে রোহিত শর্মা জীবন ফিরে পেয়েছিলেন ওই ম্যাচে। তারপর সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করে ভারকে জেতান তিনি। তাছাড়া ম্যাচে মাহমুদউল্লাহর আউট নিয়েই সন্দেহ কাটেনি এখনও। আবারো এই দুইজন বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচে প্রধান আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন ইয়ান গোল্ড এবং টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন আলিম দার। গোল্ডের সঙ্গে মাঠে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটলবার্গ। এবার অন্তত তাদের দুজনের কাছ থেকে নিখুঁত আম্পায়ারিংয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ এবং পুরো ক্রিকেট বিশ্ব। আরআর/আইএইচএস/এবিএস