দেশজুড়ে

রৌমারি বিলে নেমে নিখোঁজ আরও এক শিক্ষার্থী

জামালপুরের মেলান্দহের রৌমারি বিলে গোসলে নেমে শফিকুল ইসলাম (২৪) নামে আবারো এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ১৪ দিনের ব্যবধানে ওই বিলে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ওই বিলে এই ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং ওই জেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পর্যটন বিল হিসেবে পরিচিতি এই বিলে অনেকের মতো শফিকুলও আজ বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসলে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জামালপুর পৌরসভার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬) নিখোঁজ হন। পরে ২১ ঘণ্টা পর তার মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ছেলেটি নিখোঁজ হয়। ছেলেটিকে এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে।

মো. নাসিম উদ্দিন/এফএ/জেআইএম