যশোরের বেনাপোলে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সাহেব হাসান টুলু (৩৭) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পুলিশ টুলুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। সাহেব হাসান যশোরের ঝিকরগাছা থানার গদখালীর কোটাপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি বেনাপোলের দুর্গাপুর গ্রামে কবিরের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।জামাল হোসেন/এআরএ/এবিএস