নওগাঁর সাপাহারে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রং-কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে দুই কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই দুই কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
আরও পড়ুন: কেমিক্যাল-রং দিয়ে বানানো হচ্ছে জুস, সিলগালা করলো বিএসটিআই
দুই কারখানা হলো- উপজেলার নসিব সিনেমা হলের কাছে শম্পা সুপার আইসক্রিম ও দিঘীরহাট বাজারের চাচা-ভাতিজা আইসক্রিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, দুপুরে ওই দুই আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। এছাড়াও আইসক্রিম আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রং, দুধের পরিবর্তে ক্ষতিকর ক্রিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই কারখানা সিলগালা করা হয়। কারখানার দুই মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরএইচ/জেআইএম