খেলাধুলা

ইমরানের কাছে নালিশ করলেন উমর আকমল!

বিতর্ক যেন নিত্যদিনের সঙ্গী পাকিস্তান দলের। বিতর্ককে সঙ্গে করে বিশ্বকাপ এসে এখানেও তার কালো ছায়া থেকে নিজেদের সরাতে পারছে না পাকিস্তান। শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিকের পর এবার খবরের শিরোনাম হলেন উমর আকমল। ভারতের কাছে হেরে খেই হারিয়ে ফেলা উমর আকমল কি না সরাসরি নালিশ করে বসলেন ইমরান খানের কাছেই! প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে বড় ব্যবধানে জিতলেও ভারতের কাছে হারে পাকিস্তান। ইডেনে ভারতের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বল খেলে মাত্র ২২ রান করেন উমর আকমল। ব্যাটিং অর্ডারে তাকে কেন উপরে নামানো হচ্ছে না এ জন্য নালিশ করেন ইমরান খানের কাছে। বিষয়টি পুরো ধরা পরে হোটেলের সিসি ক্যামেরাতে। সেই ভিডিও প্রকাশ্যে আসার সরগরম হয়ে উঠেছে পাকিস্তানের অন্দর মহল। ভিডিওতে পুরো স্পষ্ট শোনা যায় আকমল নালিশ করছেন এ ব্যাপারে। আরো তাগিদ দেন এ ব্যাপারে কিছু করার জন্য। পুরো বিষয়টা নিয়ে ইমরান খানের কাছে জানতে চাওয়া হলে এড়িয়ে যান পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ‘ম্যাচ শেষ, এবার ঘটনাটা ভুলে যান’- এটা বলে ইমরান পার পেলেও উমর আকমলের কপালে জুটছে শাস্তি। ইতিমধ্যে তার সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রমিজ রাজা তো সরাসরি উমর আকমলকে দল থেকে বের করে দেয়ার পক্ষপাতী! মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। আরআর/আইএইচএস/আরআইপি