ময়মনসিংহের ভালুকা উপজেলায় অপহৃত শিশু নাসরীন আক্তারকে (৫) নেত্রকোনার এক ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল বারী ও রাকিবুল হাসান নামে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।শিশু নাসরীন ভালুকা উপজেলার সীড স্টোর এলাকার ব্যাবসায়ী নাসির উদ্দিনের মেয়ে।অপহরণকারীরা নেত্রকোনার বারহাট্টা উপজেলার হেলুচিয়া ও নল্লা গ্রামের বাসিন্দা। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার পৌর শহরের সাতপাই এলাকার একটি ছাত্রাবাস থেকে শিশু নাসরীনকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জাগো নিউজকে জানান, রোববার শিশুটিকে অপহরণ করা হয়েছিল। নাসরীনকে বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।কামাল হোসাইন/এআরএ/আরআইপি