বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ চোখে মুখে লেগে আছে। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। আরও একবার মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। যদিও প্রেক্ষাপটটা ভিন্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এবার ঘরের মাঠে খেলবে ভারত। স্বভাবতই বাংলাদেশের থেকে দ্বিগুন আত্মবিশ্বাসী ভারতীয়রা। বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজে হারের ক্ষত এখনো পীড়া দেয় ভারতীয়দের। সেই ক্ষতের আঘাতের প্রতিশোধ নিতে বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবতে নারাজ ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। যুবরাজ বললেন, ‘আমি খুব খুশি পাকিস্তানের বিপক্ষে জেতায়। ওই ম্যাচ থেকে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচ। আশা করছি আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।’পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয়রা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখেই একটু বেশি সতর্ক তারা। দলটা বাংলাদেশ বলেই হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। আরআর/আইএইচএস/আরআইপি