কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতনবৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন। আগামী ১৫ দিনের মধ্যে এ দাবি আদায় না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা এ দাবি জানান। সব জেলা বিভাগ এবং উপজেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করে বিসিএইচসিপি কেন্দ্রীয় সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দিন।
সভায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন জেলা বিভাগের নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রেইন চাইল্ড নামে খ্যাত। এখানে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিরা ২০১১ সালে চাকরিতে যোগ দেন। এরপর থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে কমিউনিটি ক্লিনিক জনসাধারণের মন জয় করে আজ বিশ্ব দরবারে রোল মডেল। তবে দুঃখ-পরিতাপের বিষয় হলো বিগত ১২ বছরে বর্তমান বাজার ব্যবস্থায় এক টাকাও বেতন বাড়েনি এমন চাকরি পৃথিবীর ইতিহাসে বিরল।
এসময় তারা অভিযোগ করে বলেন, কতৃপক্ষ বার বার মৌখিক এবং লিখিতভাবে চাকরি রাজস্বকরণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সিএইচসিপিরা হতাশ হয়ে ২০১৭ সালে চাকরি রাজস্বকরণে হাইকোর্টে রিট করেন।
এরপর হাইকোর্ট সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের আদেশ দেন। পরে ২০১৮ সালে সংসদে ট্রাস্ট আইন পাস হয়। তবে আজ পর্যন্ত ট্রাস্টের কোনো সুযোগ সুবিধা কার্যকর হয়নি বলেও অভিযোগ করেন বিসিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতারা। অবিলম্বে সব সুবিধা কার্যকর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এএএম/কেএসআর/জিকেএস