দেশজুড়ে

ডেঙ্গুতে মারা গেলো শিশু মৃধা

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সাভারে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটলো।

মারা যাওয়া ছাত্রীর নাম রওনক মৃধা (১১)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল মৃধা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) শিশুটির পরিবার থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিশুটির স্বজন আকবর হোসেন মৃধা জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রওনক মৃধাকে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের এখনো চারজন ডেঙ্গু আক্রান্ত। তাদের মধ্যে দুজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস