ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধানের জমিতে বীজ রোপণ করতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামে ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার। বিকেল ৪টার দিকে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রাতেই তাকে দাফন করা হবে।
আতিকুর রহমান/এফএ/এএসএম