সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে আল শাবাবের ৬৫ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় শহর পান্টল্যান্ডে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পরে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে আল শাবাবের ঘাঁটি থেকে ৩১ বন্দীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিগোষ্ঠী ২০১১ সালে মোগাদেসু শহর দখল করে নেয়। সম্প্রতি দেশটিতে জঙ্গিদের সক্রিয়তা বেড়ে গেছে। শতাধিক জঙ্গি দেশটির জার্মাল এবং সুজ নামে দু`টি গ্রাম দখল করেছে। তারা বিভিন্ন এলাকা দখলের জন্য বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক নিহত হয়েছে। টিটিএন/পিআর