লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন, মাজহারুল ইসলাম ও সবুজ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সকাল পৌনে ৯ টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মন্তাজ উদ্দিন ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মাজহারুল ইসলাম ও সবুজ নামের দুইজনকে আটক করে। এছাড়া চরপোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এদিকে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলার ৬ টি ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে আজ। এতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী জন লড়ছেন। ভোটার সংখ্যা ৯২৯৬৭ জন, এর মধ্যে পুরুষ ৪৬৬১৪ জন ও মহিলা ভোটার ৪৬৩৫৩ জন।কাজল কায়েস/এফএ/পিআর