দেশজুড়ে

ঠাঁই না থাকা কাঙালিনী সুফিয়ার নামে একাডেমি উদ্বোধন

রাজবাড়ীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার নামে ‘সুফিয়া একাডেমি’র উদ্বোধন হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের কল্যাণপুর বিলপাড়ায় কাঙালিনী সুফিয়ার বাড়ির পাশে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সুফিয়া একাডেমির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় বাউলশিল্পী কাঙালিনী সুফিয়াসহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা সুলতানা, আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মো. শওকত হাসানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সুফিয়া একাডেমি উদ্বোধনের মাধ্যমে রাজবাড়ীর সংস্কৃতি অঙ্গনে একটি নতুন মাইলফলকের সূচনা হলো। এই একাডেমিতে নিয়মিতভাবে সংস্কৃতিচর্চার পাশাপাশি বাংলার লোকসংস্কৃতি ও কাঙালিনী সুফিয়ার জীবন এবং কর্ম সম্পর্কিত বিভিন্ন স্মারক প্রদর্শন করা হবে।

আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন, এমন একজন গুণী ও দেশবরেণ্য শিল্পীর নামে তার নির্বাচনী এলাকায় একাডেমি হওয়া আলীপুরবাসীর জন্য বড় পাওয়া।

তিনি আরও বলেন, মূলত কাঙালিনী সুফিয়ার জন্ম রাজবাড়ীর বালিয়াকান্দিতে। কিন্তু তার থাকার কোনো জায়গা ছিল না। সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোর স্যার তার ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়ায় সরকারিভাবে একটি ঘর করে দেন। আজ তার বাড়ির পাশে সুফিয়া একাডেমির উদ্বোধন করা হলো। দেশের অন্য স্থানের মতো এই সুফিয়া একাডেমিতেও অনেক দর্শনার্থী আসবে। এজন্য তার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

একাডেমিতে কাঙালিনী সুফিয়ার লেখা বই, সম্মাননা, পুরস্কারসহ তার কর্মময় জীবনের দিক তুলে ধরা হবে।

রুবেলুর রহমান/এফএ/এএসএম